বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরগুনায় সিগারেটের ধোঁয়া মুখে ছোড়ার প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা
বরগুনায় সিগারেটের ধোঁয়া মুখে ছোড়ার প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা
প্রকাশ: ১ জানুয়ারি, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় সিগারেটের ধোঁয়া মুখে ছোড়ার প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা
সংবাদটি শেয়ার করুন....

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালী থেকে বাড়ি ফেরার পথে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম নাসির হাওলাদার। এদিকে, যুবদল কর্মীকে হত্যার ঘটনায় প্রায় দুই শতাধিক ছাত্রদলের নেতা কর্মীরা হত্যাকারীদের খোঁজে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাথরঘাটায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত যুবদল কর্মী বরগুনার পাথরঘাটা উপজেলায় পাথরঘাটা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও একই ওয়ার্ডের যুবদল কর্মী। তার পিতার নাম মোহাম্মদ শাহজাহান হাওলাদার।

 

 

অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রলীগের কর্মী রাব্বি ও হাসান আজ সকালে একটি চায়ের দোকানে সিগারেটের ধোয়া নাসিরের মুখে ছোড়ে, এনিয়ে কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে নাসির তাদের থাপ্পড় মারে। পরবর্তীতে স্হানীয় যুবদল সভাপতি বিষয়টি মিটমিট করে দেয়। ঘটনার জের ধরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তারা পথ আটকিয়ে ৭ থেকো ৮ জন মিলে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাব্বি ও হাসান আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে।

পাথরঘাটা উপজেলা পিএনপির সভাপতি ফারুক চৌধুরী বলেন, আজ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন নাসির, সেখান থেকে বাড়ি ফেরের পথে আওয়ামী সন্ত্রাসীরা নাসিরের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। আমরা খবর পেয়ে সাথে সাথে নাসিরকে হাসপাতালে নিয়ে আসি, হাসপাতাল কর্তৃপক্ষ নাসিরকে মৃত্যু ঘোষণা করেন। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এরা সন্ত্রাসী হত্যা গুম সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। সেই নেশা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাই।

 

 

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। পাথরঘাটা থেকে বের হওয়ার প্রত্যেকটা পয়েন্টে আমরা চেক পয়েন্ট বসিয়েছি যাতে হত্যাকারী কিছুতেই পালিয়ে যেতে না পারে। আমরা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ