|
বরিশালে পরিমাপে কম দেওয়ায় আ.লীগ নেতার ফিলিং স্টেশন বন্ধ
বরিশালে পরিমাপে কম দেওয়ায় আ.লীগ নেতার ফিলিং স্টেশন বন্ধ
|
|
নিজস্ব প্রতিবেদক :::: পরিমাপে কম দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা মা ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএসটিআই’র কর্মকর্তারা অভিযান চালিয়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেন। ফিলিং স্টেশনটি খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আরজ আলী সরদার পরিচালনা করে আসছিলেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, ওই ফিলিং স্টেশন থেকে পরিমাপে কম তেল সরবরাহ করার অভিযোগ পেয়ে বিভাগীয় উপ-পরিচালক আব্দুল হান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন। |