|
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৮শ’ কেজি জাটকা জব্দ, জরিমানা আদায়
|
|
নিজস্ব প্রতিবেদক ।। বরিশালে ৮শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনস্থ বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম (৭ জানুয়ারী) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের সময় এ অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি স্টিলবডি ট্রলারে অভিযান চালিয়ে আনুমানিক ৮শ’ কেজি জাটকা জব্দ করেন। কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, (৭ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদে জানতে পেরে বিসিজি স্টেশান কোস্টগার্ডের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি স্টিলবডি ট্রলারসহ ৪ জনকে আটক করেন। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ৮শ’ কেজি জাটকা জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা। পরবর্তীতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তার এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা, বৃদ্ধাশ্রম ও অসহায়- দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় স্টিলবডি ট্রলারটি মৎস্য কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে। |