|
বরিশালে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১, আহত-৮
|
|
নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের উজিরপুরে যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কামাল সিকদার(৪২) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার সকাল সোয়া ১০ টায় উপজেলার আটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল সিকদার ফরিদপুর জেলার সদরপুর থানার কালাইমাতুব্বর কান্দী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন-লামিয়া আক্তার(১৮), সাইদুল ইসলাম জুয়েল(৩৮), শাফায়েত হোসেন(৪০), বেল্লাল হোসেন (৩৫), সোলায়মান (৩৯), নাইম ইসলাম(৩৫) মিরাজ মুন্সী(৩৭) ও সাফিয়া(২৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সুগন্ধা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি উপজেলার উজিরপুরের আটিপাড়ায় পৌঁছলে বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা পরিবহনের বাসটি রাস্তার পাশে ছিটকে রেন্ট্রি গাছের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনায় সুগন্ধা পরিবহনের সামনের অংশ দুমচে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ ১ ঘন্টা যানজট সৃষ্টি হয়। সুগন্ধা পরিবহনের যাত্রী আহত সাইদুল ইসলাম জুয়েল জানান, চরমোনাই মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে নিহত কামাল সিকদারসহ তারা ৬ জন একসাথে ফরিদপুর থেকে সুগন্ধা পরিবহন উঠেছিলেন। গৌরনদী থানার উপ-পরিদর্শক তমাল জানান, ঘটনা শুনে বাস দুইটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, পুলিশ, ফায়ার সার্ভিসের সহয়তায় উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত কর্মকর্তা ডা. আয়শা জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
|