|
বরিশালে ধর্ষণ মামলার বাদীকে খুন-জখমের হুমকি, থানায় জিডি
|
|
নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাকেরগঞ্জে বিয়ের প্রলোভনে আলোচিত ধর্ষণ মামলার বাদীকে খুন-জখম, মামলা তুলে নেওয়াসহ এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে মর্মে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত ২ মার্চ বাকেরগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামের মেয়ে রাহিমা বেগম বরিশাল কোতোয়ালি মডেল থানায় এই সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরী নং ১২৫ তারিখ-২/০৩/২৩ইং। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল জি/আর-৮০৩/২২ নং নারী ও শিশু ধর্ষন নির্যাতন দমন আইনের মামলার আসামি রিয়াজ শরীফ জামিনে এসে ২ মার্চ দুপুর ২ টার দিকে মামলার বাদীকে বরিশাল আইনজীবী সমিতির সামনে এসে হুমকি দেয়। জানায়, মামলা তুলে নেওয়ার হুমকিসহ খুন-জখম করিবে, হাত-পা ভাঙ্গিবে, বাদীর ছেলেকে মিথ্যা মামলা দিয়ে সর্ব শান্ত করবে বলে জানায় । এক সপ্তাহের মধ্যে মামলা তুলে না নিলে এসিড মেরে জীবনের তরে শেষ করে দিবে। বরিশাল কোতোয়ালি থানার ডিউটি অফিসার সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
|