|
জনসাধারণের নির্বিঘ্নে চলাচলে নগরীর লঞ্চঘাটে নৌ পুলিশের তৎপরতা
|
|
নিজস্ব প্রতিবেদক ।। ঈদে ঘরমুখী ও ঈদের পরে কর্মমুখী জনসাধারণের নির্বিঘ্নে চলাচল ও লঞ্চঘাট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর লঞ্চঘাটে সর্বদা সতর্ক অবস্থানে সদর নৌ থানা পুলিশের একাধিক টিম। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশিসহ যাত্রীদের সাথে থাকা ব্যাগ, লাগেজ তল্লাশী করছেন নৌ পুলিশ সদস্যরা। গতকাল সরেজমিনে নগরীর লঞ্চঘাট ও ভাটারখাল স্পিডবোট ঘাটে নৌ পুলিশের এ তৎপরতা দেখা যায়। নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দীনের দিকনির্দেশনা ও তার নেতৃত্বে সহকারী পুলিশ সুপার হুমায়ূন কবিরসহ নৌ পুলিশের একাধিক টিম তৎপরে রয়েছে। এছাড়াও সাদা পোশাকেও নৌ পুলিশ সদস্যরা যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জনসাধারণের নিরাপত্তায় দায়িত্বরত রয়েছেন বলে বরিশাল সদর নৌ থানার এসআই মাসুম জানিয়েছেন। এ বিষয়ে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দীন বলেন, ঈদে ঘরমুখো ও ঈদ পরবর্তী জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও তাদের জানমাল রক্ষার্থে নগরীর লঞ্চ এলাকায় নৌ পুলিশের একাধিক টিম সর্বদা দায়িত্ব পালনে সচেস্ট রয়েছে। এ ছাড়াও লঞ্চঘাটের অভ্যন্তরে নৌ পুলিশের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাতে জনসাধারণকে নৌ পুলিশের সেবা পেতে ভোগান্তি পোহাতে না হয়। তিনি আরো জানান, নদী বন্দরে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাইসহ অপরাধ দমনে নৌ পুলিশের টিম সর্বদা সচেষ্ট রয়েছে। |