|
এপিসি হাসানের তৎপরতায় দালাল ভিড়তে পারেনা বরিশাল বিআরটিএতে
|
|
নিজস্ব প্রতিবেদক ।। আনসার এপিসি মো হাসান এর তৎপরতার কারণে দালাল ভিড়তে পারেনা বরিশাল বিআরটিএতে। এক কথায় বর্তমানে অনেকটাই দালালমুক্ত বরিশাল বিআরটিএ। দালালরা এখন আর অফিসের ভিতরে ঢুকে কোনভাবেই আর প্রভাবিত করতে পারছেনা গ্রাহকদের। আর এর মূল কারণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৎপরতা। আর এর নেতৃত্বে রয়েছেন এপিসি মো হাসান। এপিসি মো. হাসান গত ০১/১২/২৩ ইংরেজি তারিখ বরিশাল বিআরটিএ আনসার ক্যাম্পে ক্যাম্প ইনচার্জ হিসাবে যোগদান করেন। যোগদান করার পর থেকে তার অধীনস্থ আনসার সদস্যদের নিয়ে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আর এ কারনেই দালালচক্র এপিসি মো হাসান ও আনসান সদস্যদের শত্রু হয়ে দাঁড়িয়েছেন। এপিসি মোঃ হাসান জানান, আনসার সদস্যদের তৎপরতায় বরিশাল বিআরটিএতে বর্তমানে দালালদের আনাগোনা নেই বললেই চলে। আর এরই জেরে দালালচক্র বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও নানাভাবে কূটকৌশল অবলম্বন করছেন দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। তবে দায়িত্বরতরা জানান, কোনকিছুতেই তারা তাদের দায়িত্ব থেকে পিছ পা হবেননা। এপিসি হাসান আরো জানান, এ বিষয়ে আমাদের বরিশালের জেলা কমান্ডেন্ট এস এম মুজিবুল হক পাভেল স্যার এবং পরিচালক বিআরটিএ বরিশাল বিভাগের মোঃ জিয়াউর রহমান স্যার আমাকে দালাল মুক্ত রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট আছি এবং থাকবো। বিআরটিএতে আসা কয়েকজন সেবা প্রত্যাশী জানান, বিআরটিএ অফিসে আসলে এপিসি মো হাসান ও অন্যান্য আনসার সদস্যরা তাদেরকে সেবা পেতে সহযোগিতা করছেন। |