|
বরিশালে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক
|
|
নিজস্ব প্রতিবেদক ।। বরিশালে ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৬ ডিসেম্বর সোমবার সকাল পৌনে ১১ টায় নগরীর নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপো সংলগ্ন বিসমিল্লাহ গ্যাস হাউসের সামনে থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। আটকৃত হল- যশোর জেলার দিকদানা বাকরা ইউনিয়নের মৃত আবু বক্কর গাজীর ছেলের মো. আবু হাসান গাজী (৩৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির গোয়েন্দা শাখার একটি টিম সোমবার সকাল পৌনে ১১ টায় নগরীর নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপো সংলগ্ন বিসমিল্লাহ গ্যাস হাউসের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ৩৫ বোতল ফেন্সিডিলসহ মো. আবু হাসান গাজীকে আটক করা হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ। |