|
বরিশালের জাগুয়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
|
|
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর দিকনির্দেশনা মোতাবেক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য পরিদর্শক জামাল হোসাইন, জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদায়েতুল্লাহ খান (আজাদী)। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও মহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ইউছুফ আলী । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ । |