|
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ, গ্রেফতার ৬
|
|
নিজস্ব প্রতিবেদক ।। নৌ পুলিশ বরিশাল অঞ্চলের একাধিক থানার অভিযানে অবৈধ কারেন্ট জাল, বেহুন্দি জাল ও জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ৬ জেলেকে আটক করে নৌ পুলিশ। গতকাল বুধবার (৩ মে ) সকাল ৯টায় কীর্তনখোলা ,কালা বদর, মেঘনা, তেতুলিয়া ও জয়নাতী নদীসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন নৌ পুলিশ সদস্যরা। এ সময় বরিশাল অঞ্চলের নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের নৌ পুলিশের টিম বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে মোট ৭, ৬৭, ২০০ মিটার অবৈধ জাল, ২৩৪ কেজি জাটকা জব্দ করেছে। এসময় ৬ জন জেলেকে আটক করেন নৌ পুলিশের টিম। এ ঘটনায় ১ নির্ধারিত মামলা দায়ের করা হয় ও একটি নৌযান জব্দ করা হয়। নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম (সার্কেল) এর তদারকিতে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করেন। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মোঃ কফিল উদ্দীন জানান, বুধবার কীর্তনখোলা ,কালা বদর, মেঘনা, তেতুলিয়া ও জয়ন্তী নদীসহ বিভিন্ন নদীতে নৌপুলিশ বরিশাল অঞ্চলের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করে। এসময় ২৩৪ কেজি জাটকা এবং একটি ট্রলারসহ ৬ জেলেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো কতৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশের পক্ষথেকে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, নদীপথে যে কোন অপরাধ, জাটকা বিরোধী ও অবৈধ জাল বন্ধে এ অভিযান চলমান থাকবে। এছাড়াও বরিশাল নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযানসহ নৌ পথে সকল প্রকার অপরাধ দমনে সচেষ্ট রয়েছে। |