শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ, গ্রেফতার ৭
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ, গ্রেফতার ৭
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ।।   নৌ পুলিশ বরিশাল অঞ্চলের একাধিক থানা ও ফাঁড়ির অভিযানে বিপুল পরিমানে বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

গত রবিবার (৩ সেপ্টেম্বর ) সকাল ৯টায় কীর্তনখোলা ,কালা বদর, মেঘনা, তেতুলিয়া ও জয়নাতী নদীসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন নৌ পুলিশ সদস্যরা।

এ সময় বরিশাল অঞ্চলের নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের নৌ পুলিশের একাধিক টিম বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে মোট ৫, ৩০০০০ মিটার অবৈধ জাল জব্দ করেন। এসময় ৭ জন জেলেকে আটক করেন নৌ পুলিশের টিম। অভিযান চলাকালীন একটি নৌযান জব্দ করা হয়। এ ঘটনায় ২ নির্ধারিত মামলা দায়ের করা হয় ও মৎস্য আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম (সার্কেল) এর তদারকিতে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার মোঃ কফিল উদ্দীন জানান, কীর্তনখোলা ,কালা বদর, মেঘনা, তেতুলিয়া ও জয়ন্তী নদীসহ বিভিন্ন নদীতে নৌপুলিশ বরিশাল অঞ্চলের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করে। এসময় একটি ট্রলারসহ ৭ জেলেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নৌ পুলিশের পক্ষথেকে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, নদীপথে যে কোন অপরাধ ও অবৈধ জাল বন্ধে এ অভিযান চলমান থাকবে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, বরিশাল নৌ পুলিশ সর্বদা নদীতে অবৈধ জালের বিচরণ বন্ধ ও  নৌ পথে সকল প্রকার অপরাধ দমনে সচেষ্ট রয়েছে।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ