|
মৎস্য অধিদপ্তরের কম্বিং অপারেশনে লক্ষাধিক টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ
|
|
নিজস্ব প্রতিবেদক ।। উপজেলা মৎস্য অধিদপ্তর ও বরিশাল নৌ পুলিশের যৌথ অভিযানে লক্ষাধিক টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে বিশেষ কম্বিং অপারেশন -২০২৪ এর তৃতীয় ধাপের ৩য় দিনে এ অভিযান চালানো হয়। এ সময় কীর্তনখোলা নদীর একাধিক পয়েন্টে অভিযান চালিয়ে ৫টি অবৈধ রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ করা হয়। বরিশাল জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ জামাল হোসাইন, মৎস্য কর্মকর্তা ( ইলিশ) বিমল চন্দ্র দাস ও বরিশাল সদর নৌ থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে এই চিরুনি অভিযান চালানো হয় । পরবর্তীতে জব্দকৃত অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বরিশাল জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ জানান, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
|