|
রেড ক্রিসেন্ট বরিশাল ইউনিটের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
|
|
নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল ইউনিটের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মে (সোমবার) সকাল ১০টায় নগরীর অভিযাত বরিশাল ক্লাব মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান জনাব এ. কে.এম. জাহাঙ্গীর। সভায় আরো উপস্থিত ছিলেন বিসিসির সাবেক মেয়র ও বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল রেড কিসেন্ট ইউনিটের প্রাক্তন ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আজীবন ও বার্ষিক সদস্যসহ প্রায় আট শতাধিক সদস্য এ সভায় অংশগ্রহণ করেন। সভায় ইউনিট সেক্রেটারী বিগত বছরে বাস্তবায়িত কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বিগত বছরের আয় ও ব্যয়ের হিসাব ও ২০২৪ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন এবং তা সভায় অনুমোদিত হয়। সভায় ইউনিটের ভাইস চেয়ারম্যান ও বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ইউনিটের আজীবন সদস্য গাজী নঈমুল লিটু তাদের বক্তব্যে রেড ক্রিসেন্ট বরিশাল ইউনিটের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ইউনিটের চেয়ারম্যান এ.কে.এম. জাহাঙ্গীর তাঁর বক্তব্যে বিগত বছরে করা রেড ক্রিসেন্ট এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সাধারণ সভা শেষে ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং ইউনিট সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মহানগর আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। এছাড়াও আরো ৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
|