শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে গলায় ওড়না পেঁচানো যুবতীর মৃতদেহ উদ্ধার। দখিনের সংবাদ
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে গলায় ওড়না পেঁচানো যুবতীর মৃতদেহ উদ্ধার। দখিনের সংবাদ
সংবাদটি শেয়ার করুন....

ডেস্ক রিপোর্ট ॥   বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসা থেকে নাবিলা আক্তার মিতু(২২) নামের এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার পোনে ১২ টার দিকে।

নাবিলা আক্তার মিতু চাঁদপাশা ইউনিয়নের মৃত মোকছেদ চৌধুরী ও খাদিজা বেগম দম্পতির মেয়ে।

প্রতক্ষদর্শী প্রতিবেশীরা জানায়, মিতু ও তাঁর মা খাদিজা বেগম রহমতপুর ইউনিয়নের আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয় সংলগ্ন মুসা মুন্সির বাড়ির নিচতলায় ভাড়া থাকতো। ঘটনার দিন সকালে মিতুকে বাসায় রেখে খাদিজা বেগম উপজেলা কৃষি অফিসে নিজ কর্মস্থলে যান।

১১ টার দিকে মিতু তাঁর মা খাদিজা বেগমকে ফোন করে আত্মহত্যার সিদ্ধান্তের কথা জানায়। খাদিজা বেগম বাসায় ছুটে এসে দেখতে পায় মিতু বাসার একটি কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছে। এসময় ওড়না কেটে খাদিজা বেগম মৃতদেহ নিচে নামিয়ে নেয়। খাদিজা বেগমের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাড়িওয়ালা মুসা মুন্সি বলেন, নাবিলা আক্তার মিতু প্রেম করে নাটোরের একটি ছেলেকে বিয়ে করেছিলো। সেই ছেলের সাথে ডিভোর্স হয়ে যায়। সেই থেকে সে ডিপ্রেশনে ভুগতেছিলো। বেশ কয়েকদিন যাবৎ আত্মহত্যার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে সে। রবিবার বিষয়টি নিয়ে খাদিজা বেগম ও মিতু এয়ারপোর্ট থানায় গিয়ে কথা বলেছে।

এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন জানান, নাবিলা আক্তার মিতুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তির কারনে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ