|
বরিশালে শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের দোকান ভাংচুর করে জমি দখল! থানায় অভিযোগ
বরিশালে শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের দোকান ভাংচুর করে জমি দখল! থানায় অভিযোগ
|
|
নিজস্ব প্রতিবেদক,বরিশাল ::: বরিশালে শারীরিক প্রতিবন্ধী ভাইয়ের দোকান ভাংচুর করে বোনের জমি দখল করে সিমানা প্রাচীর নির্মাণ করেন তাদেরই আপন ভাই হেলাল উদ্দিন ।এ ঘটনায় হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। গত শনিবার (২৮ জুন) নবজাগরনী সড়ক চহুতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নাজিম উদ্দিন । নাজিম উদ্দীন বলেন,তার আপন বড় ভাই হেলাল উদ্দিন কাশিপুর চহুতপুর, জে,এল,৩১ নং মৌজার ৮০ শতাংশ জমি বিক্রি করে দেন, তারই আপন দুই বোন মাহামুদা বেগম ও জেসমিন বেগমের কাছে। সেই জমিতে থাকা নাজিম উদ্দিনের একটি পাকা দোকান ঘর যাহা সম্পুর্ণ ভাংচুর করে ভেঙে ফেলে,হেলাল উদ্দিন ও তার সাথে থাকা কালাম মিয়াজি,জমিম,ইব্রাহীম,আবু বক্কর সহ আরো বহিরাগত ১৫/২০ জন।বর্তমানে সেই জমি নিজের দাবী করে প্রাচীর নির্মান করে দখল করে রেখেছে হেলাল উদ্দিন। শারীরিক প্রতিবন্ধী নাজিম উদ্দীন,বাউন্ডারির দেয়াল তুলতে প্রতিবাদ করায় তাকে ও তার স্ত্রীকে, হেলাল উদ্দিন, জমিম, কালাম মিয়াজী, ইব্রাহিম, মোঃ আবু বক্করসহ অজ্ঞাত ৮/১০ জন মিলে দেশীয় অস্ত্র,শস্ত্র, দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করেন। এবং নাজিম উদ্দিনের বসত ঘর ভাংচুর করেন।স্থানীয়রা তাদের উদ্ধার করে শে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। উক্ত জমিতে ১৪৪/১৪৫ জারি করা হয়েছে।
এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |