শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরগুনায় তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ
বরগুনায় তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ
প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় তথ্য সংগ্রহে বাধা, সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসারের বিরুদ্ধে রোগীর স্বজন ও সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সোনাখালী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে নিজেদের মধ্যে হাতাহাতিতে ১৩ জন আহত হয়।

আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আহতদের স্বজনরা। এ ঘটনার তথ্যসংগ্রহ করতে কালবেলার প্রতিনিধি মো. মনিরুল ইসলাম ও দেশ রূপান্তরের প্রতিনিধি সজিব মিয়া গেলে তাদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন ইসলাম সুমন অসৌজন্যমূলক আচরণ করেন ও তথ্য সংগ্রহ করতে বাধা প্রদান করেন।

মনিরুল ইসলাম বলেন, আমরা পেশাগত কাজে তথ্য সংগ্রহ করতে গেলে কোন কারণ ছাড়াই তিনি আমাদের দেখেই অসৌজন্যমূলক আচরণ করেন এবং তথ্য সংগ্রহ করতে বাধা প্রদান করেন।

এ ঘটনায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও বরগুনার সিভিল সার্জনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে ডা. হুমায়ুন ইসলাম সুমনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি রোগীর স্বজনকে বলেছি আগে রোগীর চিকিৎসা করান তারপর সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ বিষয় বরগুনার সিভিল সার্জন মো. আবুল ফাত্তাহ মুঠোফোনে বলেন বিষয়টি জেনেছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ