শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুবলীগ নেতা ও অশ্লীলতার আখড়া চাঙপাই রেস্তোরাঁর মাজেদ দের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পুলিশ কমিশনার কার্যালয়ে।
যুবলীগ নেতা ও অশ্লীলতার আখড়া চাঙপাই রেস্তোরাঁর মাজেদ দের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পুলিশ কমিশনার কার্যালয়ে।
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা ও অশ্লীলতার আখড়া চাঙপাই রেস্তোরাঁর মাজেদ দের  বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পুলিশ কমিশনার কার্যালয়ে।
সংবাদটি শেয়ার করুন....

 

—- ইতিপূর্বে চাঙপাই রেস্তোরাঁয় অশ্লীলতা, যুবক যুবতীদের অনৈতিক কাজের পরিবেশ তৈরি করে দেয়ার অভিযোগে বহুবার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট—-

স্টাফ রিপোর্টার, বরিশাল::

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ জমা পড়েছে মোল্লার হাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজেদুর রহমানের বিরুদ্ধে। অভিযোগে তাকে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের দিন বরিশাল নগরীর চৌমাথায় সংঘটিত সহিংসতায় সরাসরি জড়িত থাকার পাশাপাশি ইয়াবা সেবন, মাদক ব্যবসা, অনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অপরাধে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মাজেদুর রহমান ওই দিন সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর হামলার একটি সংঘবদ্ধ দলে সক্রিয়ভাবে অংশ নেন। যদিও রাজনৈতিক প্রভাব ও বিএম কলেজের এক ছাত্রদল নেতার সহযোগিতায় তিনি কোনো মামলায় অভিযুক্ত হননি।

অভিযোগে আরও বলা হয়, নগরীর চৌমাথায় চাঙপাই নামে তার একটি রেস্তোরাঁ রয়েছে, যেখানে দিনের বেলায় বিপথগামী তরুণ-তরুণীদের অনৈতিক কর্মকাণ্ড এবং রাতের বেলায় অস্ত্রসহ পলাতক রাজনৈতিক অপরাধীদের অবস্থান করে বলে অভিযোগ রয়েছে। রেস্তোরাঁটি অতীতে একাধিকবার পুলিশ ও প্রশাসনের অভিযানে পড়লেও ঘুষ ও প্রভাব খাটিয়ে তা বন্ধ হয়নি।

মাজেদুর রহমানের বিরুদ্ধে নিয়মিত ইয়াবা সেবন ও বিক্রিরও অভিযোগ উঠেছে। তার বাসা এবং রেস্তোরাঁয় আইনশৃঙ্খলা বাহিনীর হঠাৎ অভিযান চালালে মাদক ও অপরাধ সংশ্লিষ্ট আলামত মেলার সম্ভাবনা রয়েছে বলেও অভিযোগে বলা হয়। অভিযোগপত্রে তার রক্ত পরীক্ষা, মোবাইল ফরেনসিক বিশ্লেষণ এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে তদন্তের দাবি জানানো হয়েছে।

মাজেদুর রহমান অভিযোগকারীর উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন ‘ আমি রাজনীতি করেছি সত্য, তবে আমি মাদকের সাথে জড়িত না। অভিযোগ আমার পরিচিত কেউ করেছে বুঝেছি, তাকে খুজে বের করে যা করার করবো।’

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। পুলিশ কমিশনার অফিসে এ বিষয়ে জানতে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ