|
পটুয়াখালীতে দুই হাজার পিচ ইয়াবাসহ মাদক ডন আব্বাস গ্রেপ্তার
পটুয়াখালীতে দুই হাজার পিচ ইয়াবাসহ মাদক ডন আব্বাস গ্রেপ্তার
|
|
পটুয়াখালী প্রতিনিধি// পটুয়াখালী জেলা তথা বরিশাল বিভাগের অন্যতম মাদক ডন, কুখ্যাত মাদক সম্রাট মোঃ আব্বাস হাওলাদার (৪০) ও তার গাড়ি চালক মোঃ সোহাগ হাওলাদার (৩৫) কে দুই হাজার পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পটুয়াখালী ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ অক্টোবর বেলা আনুমানিক ১১:৫০ টার সময় পটুয়াখালী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই সাইদুর রহমান, এএসআই রুবেল মিয়া, এএসআই মফিজুর রহমান ও সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর উপজেলাধীন কালিকাপুর ইউনিয়নের হেতালিয়া বাঁধঘাট চৌরাস্তা থেকে একটি সাদা রংয়ের নোয়া হাইয়েছ গাড়ীতে মাদকদ্রব্য দুই হাজার পিচ ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, মোঃ আব্বাস হাওলাদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে এবং মোঃ সোহাগ হাওলাদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। তাদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরে প্রক্রিয়া চলছে বলে ডিবির ওসি মোঃ জসিম উদ্দিন জানান। |