|
লালমোহনে নদীতে মাছ ধরায় পাঁচ জেলের কারাদন্ড
লালমোহনে নদীতে মাছ ধরায় পাঁচ জেলের কারাদন্ড
|
|
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান অমান্য করে নদীতে মাছ শিকার করায় পাঁচ জেলেকে কারাদÐ প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদÐ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এরআগে, রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ অভিযানে ওই পাঁচ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. নূরে আলম, মো. কবির, মো. হালিম বয়াতি, মো. রানা উল ও মো. মিরাজ। তারা সবাই পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর অঢেল এলাকার বাসিন্দা। অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন ও সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। |