শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে নাম পাল্টে মিথ্যা মামলায় অন্যদের ফাঁসাতে গিয়ে কারাগারে বাদী
বরিশালে নাম পাল্টে মিথ্যা মামলায় অন্যদের ফাঁসাতে গিয়ে কারাগারে বাদী
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে নাম পাল্টে মিথ্যা মামলায় অন্যদের ফাঁসাতে গিয়ে কারাগারে বাদী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে নাম পাল্টে ভাইয়ের নাম ব্যবহার আদালতে মামলা করায় মোঃ শাহেদ হোসেন শাহিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি সামনে আসলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

এ ঘটনায় ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ আরমান হোসেন বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার মোঃ শাহেদ হোসেন শাহিন নগরীর ১০নং ওয়ার্ডস্থ ভাটারখাল এলাকার মোঃ ইউসুফ মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে মোঃ শাহেদ হোসেন শাহিন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাহাদাৎ হোসেন ছৈয়ালের নাম ব্যবহার করে মোঃ তাওহিদুল ইসলাম বেলালকে বিবাদী করে আদালতে একটি দেওয়ানী মামলা করেন। যার মামলা নং- সিআর ৭৪৯/২০২৪ (কোতয়ালী)। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলার শুনানির সময় দুই জন ব্যক্তি হাজির হয়ে নিজেদের শাহাদাৎ হোসেন ছৈয়াল দাবী করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- মোঃ শাহেদ হোসেন শাহিন এবং শাহাদাৎ হোসেন ছৈয়াল পরস্পর ভাই। প্রতারণার উদ্দেশ্যে মোঃ শাহেদ হোসেন শাহিন অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় জাল পরিচিতি সৃষ্টি করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। বষিয়টি আদালতের বিচারকের নজরে আসলে মোঃ শাহেদ হোসেন শাহিনকে গ্রেফতারের আদেশ দেন। এবং প্রতারণার অভিযোগে বিচারক বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশকে মামলা গ্রহণ করে মোঃ শাহেদ হোসেন শাহিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাদীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ