শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক
বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ও চার ভাগে বিভক্ত বরিশাল মহানগর বিএনপি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে জেলা মহানগর বিএনপির শীর্ষ নেতারা ও দলটির মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জে এম জাহিদ হোসেন, বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, একই আসনে মনোনয়নপ্রত্যাশি দলের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার এবং অপর মনোনয়ন প্রত্যাশি যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির আভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের বিভক্তি কেন্দ্রীয় নেতাদের নজরে আসে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বিএনপি কার্যালয়ে দলের স্টান্ডিং কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জেলা মহানগর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত সব নেতারা ধানের শীষকে বিজয়ী করতে মনোনীত ব্যাক্তির পক্ষে কাজ করার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন।

নাছরিন বলেন, কেন্দ্রীয় নেতাদেরকে আমরা কথা দিয়েছি দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। তবে সবাই যে একই ব্লকে যুক্ত হয়েছি তা নয়।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, জেলা সদর আসনে মনোনয়নপ্রত্যাশি নেতারা জনসংযোগ করতে গিয়ে কিংবা সভা সমাবেশে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোধাগার করছেন। এতে ব্যক্তির নয়, বরং বিএনপিরই ক্ষতি হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকে একে অপরের বিরুদ্ধে বিষোধাগার না করার অনুরোধ করাসহ যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার জন্য বলা হয়। এসময় উপস্থিত সবাই নিজেদের মধ্যকার আভ্যন্তরীণ বিভেদ ভুলে মনোনীত প্রার্থীর পক্ষে কার করবেন বলে জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিলো। বিশেষ করে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মনিজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সরোয়ারের বলয় থেকে বেরিয়ে চারটি বলয়ে বিভক্ত হয়। ভিন্ন ভিন্নভাবে দলীয় কর্মসূচি পালন করছিলেন তারা।

এছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সরোয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজস্ব রাজনৈতিক বলয় গড়েন। এর আগে তিনি সাবেক মেয়র আহসান হাবিব কামালের বলয়ে ছিলেন। এছাড়া অনেক ত্যাগী ও রাজনীতিতে পোড়খাওয়া নেতাকর্মীরা রাজনীতিতে রয়েছেন নিষ্কৃয়।

বর্তমানে বরিশাল বিএনপিতে সক্রিয় চারটি গ্রুপ ও একাধিক উপগ্রুপ থাকায় অনেকটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার অংশ হিসেবেই রাজধানীতে এই বৈঠক আয়োজন করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ