|
অগ্রযাত্রা কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
|
|
নিজস্ব প্রতিবেদক ।। অগ্রযাত্রা কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিজ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান আরম্ভ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড, বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা ড্রীম হাউজিং এন্ড রিয়েল এস্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমদাদুল হক সুরুজ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রযাত্রা ড্রীম হাউজিং এন্ড রিয়েল এস্টেট লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। অগ্রযাত্রা কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি নাচে-গানে অনুষ্ঠানকে আরো মনোমুগ্ধকর ও আকর্ষনীয় করে তোলেন। পরবর্তীতে বিকাল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, অগ্রযাত্রা ড্রীম হাউজিং এন্ড রিয়েল এস্টেট লিমিটেড এর পরিচালক ভূঁইয়া রাকিব হাসান রাজিব। অগ্রযাত্রা ড্রীম হাউজিং এন্ড রিয়েল এস্টেট লিমিটেড সার্বিক সহযোগীতায় এই ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সুষ্ঠভাবে সম্পন্ন হয় ।
|