শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মিলন মিয়ার ইন্তেকাল
প্রকাশ: ৪ জুলাই, ২০২৪, ৯:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মিলন মিয়ার ইন্তেকাল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক।।

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র সর্বজন শ্রদ্ধেয় সাইদুর রহমান মিলন মিয়া (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (০৪জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসার উদ্দেশ্যে বরিশাল নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বোরহানউদ্দিন উপজেলাজুড়ে। শোক প্রকাশ করেছেন ভোলার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

সাইদুর রহমান মিলন ২০০২ সালে বোরহানউদ্দিন পৌরসভার উপ-নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৩ মার্চ ২০০২ থেকে দায়িত্ব পালন শুরু করেন ও ২০০৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৯ বছর পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনকালে কাজের মধ্য দিয়ে তিনি সকলের কাছে প্রিয় মিলন ভাই হিসেবে পরিচিতি লাভ করেন।

সাইদুর রহমান মিলন মিয়া দীর্ঘ বছর ধরে বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ বলেন, নানাভাই দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা সহ নানা সমস্যায় ভুগছিলেন। সকালে তাকে ডায়ালাইসিস এর জন্য ভোলা থেকে বরিশালে নেয়ার পথে তিনি না ফেরার দেশে চলে গেছেন।

তিনি আরও বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে প্রথম জানাযা এবং ৬টায় উপজেলার মিলন বাজার সংলগ্ন নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে নানাভাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।




সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ