|
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ
|
|
নিজস্ব প্রতিবেদক,বরিশাল :::বরিশালে নিষিদ্ধ মহানগর আওয়ামী ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে কোতয়ালী মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১৮ জুন) রাত সাড়ে দশটায় সাগরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় ও তার নেতৃত্বে সাগরদী সড়ক ২৩ নং ওয়ার্ড কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নিষিদ্ধ ছাত্র লীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান জসিমকে গ্রেপ্তার করায়। কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানিক টিমের সদস্যদের সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন জনসাধারণ। এমন খবর শুনে ২৩ নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ সংগঠন নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। গ্রেপ্তারকৃত আসামি হলেন, সাগরদী এলাকার বাসিন্দা হাজী মো: শুক্কুর আলী হাওলাদারের ছেলে নিষিদ্ধ ছাত্র লীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক ও ধর্ষনের মামলা রয়েছে। |