শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল নগরীতে কেক কেটে আটক হলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী
বরিশাল নগরীতে কেক কেটে আটক হলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী
প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল নগরীতে কেক কেটে আটক হলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: নিজ ঘরে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার ঘটনায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটক তানিয়া ইসলাম বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের নেত্রী। আজ মঙ্গলবার দুপুরে তানিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। এর পূর্বে রবিবার (২৩ জুন) নগরীর ১০ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে মহিলা লীগের নেত্রীকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। যেখানে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন।

সূত্রে আরও জানা গেছে, দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও বরিশালের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতারা যেখানে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচি পালন করতে সাহস পাচ্ছেন না, সেখানে তানিয়া ইসলামের এমন প্রকাশ্য আয়োজনে অনেকেই হতবাক হয়েছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই দাবি করেন, কেবল তানিয়া ইসলাম নয়; তার সঙ্গে কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরকেও শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার স্ত্রী লুনা আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া ইসলাম প্রভাবশালী হয়ে ওঠেন। জুলাই আন্দোলনের সময় পাইপ নিয়ে মাঠে ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃত তানিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় তার সঙ্গে ভিডিওতে যারা উপস্থিত ছিলেন, তাদেরকেও শনাক্তের চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ