নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে বিপুল পরিমাণ ঝাটকা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান-পরবর্তী কার্যক্রমকে ঘিরে এবার উঠেছে নানা প্রশ্ন ও বিতর্ক। সাধারণত, জব্দকৃত মাছ বিভিন্ন মাদরাসা ও দুঃস্থদের মাঝে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বিতরণ করা হয়ে থাকে। কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম। বরিশালের রসুলপুর এলাকায় কোস্ট গার্ড ক্যাম্পের প্রধান ফটক তালা দিয়ে বন্ধ রেখে রাতে গোপনে বিতরণের অভিযোগ করেছেন বিভিন্ন স্থান থেকে আসা মাদরাসার শিক্ষক ও ছাত্ররা। তাদের অভিযোগ, পরিচয়পত্র দেখিয়েও তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। অথচ রাতের অন্ধকারে যারা মাছ নিয়ে বের হয়েছেন, তাদের কারো কাছেই মাদরাসার কোনো পরিচয় ছিল না বলে দাবি করেন তারা। স্থানীয় বাসিন্দা সাজ্জাদ জানান, “রাত ১১টার দিকে কোস্ট গার্ড ক্যাম্প থেকে একটি অ্যাম্বুলেন্স বের হতে দেখি। গাড়ির পেছন থেকে মাছের পানি রাস্তায় গড়িয়ে পড়ছিল। এ দৃশ্য সন্দেহ জাগায়।” বিষয়টি নিয়ে সাংবাদিকরা বারবার যোগাযোগের চেষ্টা করলেও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বরিশাল স্টেশনের সরকারি নম্বরে (০১৭৬*******২৬৯) একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলেনি। ফলে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাতের আঁধারে এমন বিতরণ প্রক্রিয়া এবং গণমাধ্যমকে না জানানো নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ও স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা ঘটনার স্বচ্ছ তদন্ত এবং যথাযথ ব্যাখ্যার দাবি জানিয়েছেন। এ ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, জব্দকৃত ঝাটকা ইলিশ আসলে কারা গ্রহণ করছে, আর বিতরণের নামে এর সঠিক গন্তব্য কোথায়?