|
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু, শয্যাশায়ী ছেলে
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু, শয্যাশায়ী ছেলে
|
|
বরগুনা প্রতনিধি ::: বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। তার নাম সাধনা রানী (৩৫)। তিনি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের বাসিন্দা। বুধবার (২৫ জুন) ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাধনা রানী ছোট পাথরঘাটা গ্রামের রতন চন্দ্র দাসের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী তার একমাত্র ছেলে হৃদয় চন্দ্র দাস (১২)। সাধনা রানীর মৃত্যুর মধ্য দিয়ে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন। এ বিষয়ে সাধনা রানীর স্বামী রতন চন্দ্র দাস বলেন, আমার স্ত্রী এবং ছেলে দু’জনেই ডেঙ্গু আক্রান্ত। এর মধ্যে স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। |