|
নগরীর লঞ্চঘাট এলাকায় স্টিমার ঘাট পুলিশ ফারির সফল অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২
নগরীর লঞ্চঘাট এলাকায় স্টিমার ঘাট পুলিশ ফারির সফল অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২
|
|
নিজস্ব প্রতিবেদক বিএমপি কোতোয়ালি মডেল থানার এস আই,গোলাম মোঃ নাসিম হোসেন সঙ্গীয় এএসআই,আবদুল কাইয়ুম, এএসআই,আমিনুল, এএসআই/বোরহান উদ্দিন গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ তারিখ সকাল ০৮. ৩০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন ১০নং ওয়ার্ডের বরিশাল লঞ্চ টামির্নালের ৩নং গেইটের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১) চন্দন দাস (২৮) পিতা-সঞ্জিব দাস মাতা- চাম্পা রানী দাস সাং- নতুন বাজার, কালী মন্দির রোড, ১৯ নং ওয়ার্ড থানা- কোতোয়ালি জেলা- বরিশাল ০২) মোঃ আল আমিন খলিফা(২০) পিতা- মৃত মনির হোসেন খলিফা মাতা- মৃত পারভীন বেগম সাং- কড়াপুর, রায়পাশা, বিসিসি ০৮ নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট জেলা- বরিশালদ্বয়ের হেফাজত হতে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন। ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবিষয়ে নানি বুড়ি ফাঁড়ি ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন আরও জানায় আমার এরিয়াধিন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে মাদক নির্মূলে সোচ্চার রয়েছি মাদকের বিরুদ্ধে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি সব সময় সক্রিয় অবস্থানে রয়েছে। |