শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক আকতার ফারুক শাহীনের নামে বিএনপি নেত্রীর মামলা, সাংবাদিক সংগঠনের নিন্দা
সাংবাদিক আকতার ফারুক শাহীনের নামে বিএনপি নেত্রীর মামলা, সাংবাদিক সংগঠনের নিন্দা
প্রকাশ: ৪ জুলাই, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক আকতার ফারুক শাহীনের নামে বিএনপি নেত্রীর মামলা, সাংবাদিক সংগঠনের নিন্দা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: জনস্বার্থের পুকুর দখল ও ভরাটের ঘটনায় সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা মানহানির মামলা করেছেন অভিযুক্ত বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। তিনি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে দলে তার কার্যক্রম ও সকল পদ স্থগিত রয়েছে। এদিকে মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছে একাধিক সাংবাদিক সংগঠন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তিনি। আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১ সেপ্টেম্বর মামলার আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১১ আগস্ট যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক এবং মিথ্যা তথ্য সম্বলিত। এতে পদ স্থগিত ওই নেত্রীর মানহানি হয়েছে।

সংবাদ প্রকাশের পর দলের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়ে তার সকল পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। যদিও শিরিনের দাবি- তিনি কোনো জমিদখল করেননি। সংবাদ প্রকাশের পর উকিল নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি বিলকিস।

মামলার বিষয়ে সাংবাদিক আকতার ফারুক শাহিন বলেন, পুকুরটি ওই এলাকার সাধারণ মানুষ ব্যবহার করেন। জনস্বার্থের পুকুরটি ভরাটের ক্ষেত্রে জলাশয় সংরক্ষণ আইন অনুসরণ করা হয়নি। ৫ আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পর থেকে বিলকিস জাহান শিরিন ও তার পরিবার ট্রাক ভরে বালু ফেলে পুকুরটি দখলের চেষ্টা করছিল। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর তাকে একাধিক নোটিশ দিয়েছেন। এসব নিয়েই নিউজটি করেছিলাম। প্রতিবেদন সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ, অন্যান্য প্রমাণাদি আমার কাছে রয়েছে। এছাড়া পুকুরটির মালিকানা নিয়েও প্রশ্ন রয়েছে। অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন যেহেতু আদালতে মামলা করেছেন, আমরা আইনিভাবেই এর জবাব দেব।

এদিকে মামলা দায়েরের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), বরিশাল প্রেসক্লাব, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ), ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন (এনডিবিএ) নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ