|
নগরীতে মাদক বিক্রয়ে অস্বীকার করায় প্রতিবেশীকে মারধর, থানায় অভিযোগ!
নগরীতে মাদক বিক্রয়ে অস্বীকার করায় প্রতিবেশীকে মারধর, থানায় অভিযোগ!
|
|
নিজস্ব প্রতিবেদক,বরিশাল::: বরিশাল নগরীর ভাটারখাল এলাকার মাদক বিক্রয়ে অস্বীকার করায় প্রতিবেশীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) রাতে ভাটারখাল এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, নগরের ১০ নং ওয়ার্ড কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ভাটারখাল ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা থানার অভিযোগ সূত্রে জানা যায়, ভাটারখাল এলাকার দীর্ঘদিন ধরে জসিমের নেতৃত্বে, আ’লীগ নেত্রী
আজ সন্ধ্যায় প্রতিবেশী আকাশ নামে এক যুবককে জসিম মাদক বিক্রয় করার জন্য অফার করেন। মাদক বিক্রয়ের অফার অস্বীকার করায় তাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে জসিম। দাবিকৃত টাকা না দিলে তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলে জীবন নাশের হুমকি প্রদান করেন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করলে তাদের ওপর জসিম বাহিনী হামলা করেন। ভুক্তভোগী লাকী বেগম জানান, ৩ আনা সোনার কানের দুল, ৪ভরি রুপার চেইন,নগদ অর্থ পঞ্চাশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহতরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা অবস্থায় রয়েছে। এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, ভাটারখাল এলাকার মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |