নিজস্ব প্রতিবেদক ।।
সারাদেশে বিএনপি-জামাতের দেশবিরোধী সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্র চিরতরে বন্ধ ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বসুরহাটে বাজারে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ শাহরিয়ার বাবু, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার রাজীব, বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস। সমাবেশে সভাপতিত্বে করেন রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক সরদার। সমাবেশে
সমাবেশে বিএনপি-জামায়াতের অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ।