|
নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সরকারি জায়গায় দোকান করে বিক্রি, অভিযুক্তকে উৎখাতে মানববন্ধন
|
|
নিজস্ব প্রতিবেদক ।। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সরকারি জমিতে দোকান নির্মান করে তা বিক্রির অভিযোগে অভিযুক্ত লাদেন এর বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় দোকানীরা। আজ (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় বঙ্গবন্ধু উদ্যানে ভাসমান দোকানীরা এ মানববন্ধন করে। তারা এসময় সরকারি জমিতে দোকান নির্মান করে তা বিক্রি করা অভিযুক্ত লাদেন এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নিকটে। অভিযোগ সূত্রে জানাগেছে, লাদেন সিটি কর্পোরেশনে চাকরীর সুবাধে বঙ্গবন্ধু উদ্যানে দেখভালের দায়িত্ব পান। এই সুযোগে তিনি বঙ্গবন্ধু উদ্যানের একপাশের জায়গা দখল করে ৪টি দোকানঘর নির্মান করেন। বেশকিছু দিন পূর্বে তিনি একটি দোকান বিক্রি করেন। সম্প্রতি তিনি আরো একটি দোকান ৬০ হাজার টাকার বিনিময় বিক্রি করেন বলে তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। এনিয়ে একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদও প্রচার হয়। মানববন্ধনে আসা দোকানদার রনি বলেন, আমরা বঙ্গবন্ধু উদ্যানে দোকান করে সংসার চালাই। কেউ আমাদের থেকে চাঁদা নেয়না আর কাউকে কোনপ্রকার টাকা দিয়েও বসতে হয়নি। তিনি আরো বলেন যারা সরকারি জায়গা বিক্রি করে টাকা নিয়ে যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই। পুতুল নামে আরেক দোকানী বলেন, আমি লাদেনের থেকে দোকান ক্রয় করেই দোকান চালাই। আমাদের থেকে স্থানীয় কাউন্সিলর বা তার ছেলে কেউই আমাদের থেকে কোনপ্রকার টাকা নেয়না বা আমাদের বিরক্ত করেনা। যারা এখানে সরকারি জায়গায় দোকান নির্মান করে বিক্রি করেন তারাই ঝামেলার সৃষ্টি করেন। আমরা এই মানববন্ধনের মাধ্যমে দাবী জানাই বঙ্গবন্ধু উদ্যান থেকে যেন তাদের উৎখাত করা হয়। |