শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ, ১০ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ, ১০ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে গৌরনদীতে পাশের বাড়িতে রাতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাটাজোর দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তাসলিমা আক্তার মাহি (১০) ওই গ্রামের সবুজ সরদারের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ছিলো।

জানা গেছে- মঙ্গলবার সকালে একই গ্রামের হেলাল সরদারের স্ত্রী কাজল আক্তার তাদের বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখেন। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

নিহতের বাবা সবুজ সরদার জানান, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে বাড়ির পাশের কিশোর সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ মাহির সন্ধান না পেয়ে গত ১৬ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর আজ সকালে প্রতিবেশী হেলাল সরদারের পুকুরে ভাসমান অবস্থায় মাহির লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাশবিক নির্যাতনের পর শ্বাসরুদ্ধ করে শিশু তাসলিমা আক্তার মাহিকে হত্যার পর লাশ গুমের জন্য পুকুরের পানিতে ফেলা হয়েছিলো।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ