|
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জাপানের আগ্রহ প্রকাশ
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জাপানের আগ্রহ প্রকাশ
|
|
অনলাইন ডেস্ক ::: অন্তর্বর্তী সরকারকে পুনরায় সমর্থন এবং ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে জাপান। রোববার (২ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপ-মন্ত্রিপরিষদ ইকুইনা আকিকো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ বার্তা জানান। জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সবসময় সমর্থন দিয়ে এসেছে। বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা সফরের উদ্দেশ্য বলে অভিমত ব্যক্ত করেন আকিকো। প্রধান উপদেষ্টা জাপানকে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে দৃঢ় সহযোগিতা প্রয়োজন। এটি একটি নতুন বাংলাদেশ, আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি এক উত্তম সময়, বলেন প্রধান উপদেষ্টা। জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, যা বছরের পর বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক ও উদার সহায়তা দিয়ে আসছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম ও আগামী সাধারণ নির্বাচন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রধান উপদেষ্টাকে আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান এ এক্সপো আয়োজনকারীরা ১১ মে বাংলাদেশ দিবস হিসেবে পালন করবে জানিয়ে জাপানি উপমন্ত্রী বলেন, প্রধান উপদেষ্টার উপস্থিতি সবার জন্য অনুপ্রেরণাদায়ক হবে। |