মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরগুনায় বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আহত ১০
বরগুনায় বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আহত ১০
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আহত ১০
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার আমতলীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা হয়েছে। এই ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আমতলী নতুন বাজার বাধঘাট এলাকায় এই ঘটনা ঘটে। দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সড়কে গাড়ি ভাংচুর করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

জানা গেছে, ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলকারী ইউনিক পরিবহনের কাউন্টার দখল নিয়ে ঘটনার সূত্রপাত হয়। আমতলী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শামসুল হকের নামে আমতলী ইউনিক পরিবহন কাউন্টারটি পুনরায় দখল নেয়ার জন্য বিএনপির একাংশ নেতাকর্মীরা গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে বাধঘাট এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে এতে ১০ জন আহত হয়।

হামলায় আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকির গুরতর আহত হয়। এছাড়া জালাল ফকির সমর্থিত মিজান, আল আমিন এবং আলী আহত হয়েছে। অপরদিকে তুহিন মৃধা গ্রুপের শামসুল হক চৌকিদার, বেলাল চৌকিদার, নাসির হাওলাদার, রেজাউল ও আল-আমীন আহত হয়। আহতদেরকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রত্যেককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী সার্কেল) মোঃ তারিকুল ইসলাম মাসুদ বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ