|
বরিশালে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
বরিশালে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
|
|
নিজস্ব প্রতিবেদক:::বরিশাল সদর উপজেলার চরকাউয়া জিরো পয়েন্ট সংলগ্ন সরকারি খাল দখল করে ব্যবসার জন্য স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযোগ উঠেছে স্থানীয় হুমায়ুন কবির ও গোলাম কবিরের বিরুদ্ধে। সম্প্রতি এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) বিষয়টি অবহিত করলেও তারা ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। তবে স্থানীয়দের অভিযোগ,দিনারের পুল থেকে জিরো পয়েন্ট সংলগ্ন সড়কের পাশে খালটি দখল করে দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বর্গরা। তবে অভিযুক্ত হুমায়ুন কবির জানান, আমাদের জমির ওপর দিয়ে খাল খনন করা হয়। বর্তমানে যে খালটিতে দোকানঘর নির্মাণ করছি, সেটি আমোদের মালিকানাধীন। আর আমাদের জমিতে যা ইচ্ছা তাই করতে পারি। চরকাউয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ কালাম বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে বিষয়টি আমি জানার পর কাজ বন্ধ করতে বলেছি। ঊর্ধ্বতন কর্মকতাকে বিষয়টি অবহিত করা হয়েছে। বরিশাল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম বলেন বর্তমানে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। দখলকারীরা বলছে তাদের ব্যক্তিগত জমি, তাই সরকারি সার্ভেয়ার ও দখলকারীদের পক্ষ থেকে আরো এক একজন সার্ভেয়ার নিয়ে অচিরেই খালের সীমানা নির্ধারণ করা হবে। তিনি আরো বলেন এই খালটি রোডস এন্ড হাইওয়ে ও জেলা পরিষদের আওতা ভুক্ত। তারা যদি আমাদের সাথে একসাথে কাজ করে। তাহলে অতি দ্রুত আমরা খালটি দখল মুক্ত করতে পারব। |