মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল জেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১৮শ’ কেজি লইটকা জব্দ
প্রকাশ: ৪ জুলাই, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল জেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১৮শ’ কেজি লইটকা জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল জেলা মৎস্য দপ্তর ও সদর নৌ থানা পুলিশের যৌথ অভিযানে ১৮শ’ কেজি লইটকা মাছ জব্দ করা হয়। আজ রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় নগরীর সিএন্ডবি রোডস্থ মৎস্য কার্যালয়ের সম্মুখে ডলফিন পরিবহনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডলফিন পরিবহন থেকে ৩০ ককসিটে মোট ১৮শ’ কেজি লইটকা মাছ জব্দ করা হয়। অভিযানে বরিশাল সদর নৌ থানা পুলিশের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন। অভিযান বাস্তবায়নে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, বরিশাল সদর।

জানাগেছে, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এর ক্ষমতাবলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সুষ্ঠু প্রজনন, উৎপাদন সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই ২০২৪ ইং তারিখ পর্যন্ত সামুদ্রিক মাছ ধরতে মোট ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। আর সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এর নির্দেশনায় বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জামাল হোসাইন এর নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর সর্বদাই তৎপর। আর এরই ধারাবাহিকতায় আজ রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান প্রসঙ্গে বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন বলেন, বরিশাল জেলা ও উপজেলা মৎস্য দপ্তর সর্বদাই সরকারী নির্দেশনা বাস্তবায়নে তৎপর রয়েছে। আর আজ বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ স্যার এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত লইটকা মাছ সমাজসেবা অধিদপ্তর, বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।




সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ