মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান, বরিশালে নবাগত নৌপুলিশ সুপারের মতবিনিময় সভা
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান,  বরিশালে নবাগত নৌপুলিশ সুপারের মতবিনিময় সভা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ।। মা ইলিশ সংরক্ষণ অভিযান ও শারদীয় দুর্গোৎসব ২০২৪ উপলক্ষে বরিশালে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল অঞ্চল নৌ পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

আজ ৯ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় বরিশাল লঞ্চঘাটস্থ বিআইডব্লিউটিএ এর টার্মিনাল ভবনের নিচতলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল অঞ্চলের নবাগত নৌ পুলিশ সুপার এস.এম নাজমুল হক (বিপিএম বার), পিপিএম, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল, পিপিএম (বার)। সভাটি সঞ্চালনা করেন, বরিশাল অঞ্চলের নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ইমরান হোসেন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দ্বীন ই আলম (পটুয়াখালী জোন), সদর নৌ থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মতবিনিময় সভায় নৌ পুলিশ কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে ও ইলিশের প্রজণন বৃদ্ধিতে নৌ পুলিশের পক্ষথেকেও বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সরকার ঘোষিত মা ইলিশ ধরা নিষিদ্ধ ২২ দিনে ইলিশ মাছ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মাছ ঘাট, মৎস্য আড়ৎ ও হাট-বাজারে কঠোর অভিযান পরিচালনা হবে। ইলিশ পরিবহণ ও মজুদের উদ্দেশ্যে নদী ও উপকূলবর্তী এলাকায় ককশিটের বাক্স উৎপাদন ও পরিবহণ বন্ধ রাখা। ইলিশ আহরণের কাজে ব্যবহৃত নৌকা, ট্রলার, ফিশিংবোট ইত্যাদি নদীতে চলাচল নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মতবিনিময় সভায় জানানো হয়।

মতবিনিময় সভায় বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল পিপিএম (বার) বলেন, “মাছে ভাতে বাঙালি” হিসেবে আমাদের যে পরিচয়, তা নদীর ওপর নির্ভরশীল। তাই নদীগুলো দূষণমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশিল হয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে মা ইলিশ রক্ষায় সচেতন হলে আমাদের দেশে ইলিশের প্রজণন ব্যাপকহারে বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন দেশের মাত্র ৫০ ভাগ মা ইলিশ রক্ষা করা গেলে ৪০ হাজার কোটির ওপরে ইলিশের প্রজণন বৃদ্ধি পাবে। তাই সকলকেই মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত বাধ্যবাধকতা মেনে চলতে হবে।

সভায় বরিশাল অঞ্চলের সদ্য যোগদানকৃত নৌপুলিশ সুপার এস.এম নাজমুল হক বলেন, এটি শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়,প্রতিটি নাগরিক, মৎসজীবী, এবং স্থানীয় জনসাধারণের সচেতনতাই পারে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে। তিনি সকলকেই মা ইলিশ সংরক্ষন অভিযান আইন মেনে চলার নির্দেশ প্রদান করেন। তিনি আরো জানান, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা বদ্ধ পরিকর। তিনি মৎস্যজীবিদের উদ্দেশ্যে বলেন, মা ইলিশ রক্ষায় আপনাদের জোরালো ভূমিকা পালন করতে হবে। আপনারা সচেতন হলে অন্যকেও সচেতন করতে পারবেন এবং ইলিশের প্রজণনবৃদ্ধিতে মূখ্যভূমিকা পালন করতে পারেন।

বরিশাল সদর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, এই মতবিনিময় সভার উদ্দেশ্য হলো সকলকে সচেতন করা। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৩ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। সকলকে সরকারি এ নির্দেশনা মেনে চলার জোর আহবান জানান।

 

 

 




সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ