শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল প্রেস ক্লাবের নির্বাচন আজ
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল প্রেস ক্লাবের নির্বাচন আজ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঐতিহ্যবাহী বরিশাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২০২৬) সভাপতি-সম্পাদকসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থী আজ মঙ্গলবার ভোটযুদ্ধে অংশ নেবেন। এছাড়া দপ্তর সম্পাদক পদের প্রার্থী নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ প্রার্থী সুখেন্দু এদবর ও পাঠাগার সম্পাদক পদে কেএম নয়ন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বরিশাল প্রেস ক্লাবে মোট ৮১ জন ভোটার রয়েছেন। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমিনুল ইসলাম খসরু, কাজী আল মামুন ও নুরুল আলম ফরিদ। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জাকির হোসনে, জিয়াউদ্দিন বাবু ও হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক পদে লড়ছেন, কাজী আবদুল্লাহ আল রাসেল ও এসএম জাকির হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে এম. মোফাজ্জেল ও এম লোকমান হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আরিফিন তুষার ও সাগর বৈদ্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে দেওয়ান মোহন ও রুবেল খান ভোটের লড়াই করবেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম. জহির, কমল সেন গুপ্ত, গিয়াস উদ্দিন সুমন, গোপাল সরকার, পুলক চ্যাটার্জি, মঈনুল ইসলাম সবুজ, আবদুর রাজ্জাক ভূইয়া, শাহীন হাসান ও সুমন চৌধুরী। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা অংশ নেয়া নয় প্রার্থীর মধ্যে নির্বাচিত হবেন সাত জন। বরিশাল প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রেস ক্লাবে উৎসবের আমেজ বিরাজ করছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ