শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বানারীপাড়ায় মাদরাসার অধ্যক্ষকে পদত্যাগ করাতে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ
বানারীপাড়ায় মাদরাসার অধ্যক্ষকে পদত্যাগ করাতে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় মাদরাসার অধ্যক্ষকে পদত্যাগ করাতে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

বিশেষ প্রতিনিধি ::: বরিশালের বানারীপাড়ায় চাখারের চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএম এ জলিলকে পদত্যাগ করাতে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ান অবসরে যাওয়ার পরে প্রথমে উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম ও পরে সহকারি অধ্যাপক মাওলানা একে এম ফজলুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালণ করেন। একেএম ফজলুর রহমান অবসরে যাওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিংবডির (এডহক কমিটি) সভাপতি মো. ওবায়দুল্লাহ্ মাদরাসার জ্যেষ্ঠ সহকারি অধ্যাপক (বাংলা) এমএম এ জলিলকে বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করেন।

বুধবার (১ জানুয়ারী) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এমএমএ জলিল মাদরাসায় দায়িত্ব পালণরত অবস্থায় বেলা ১১টার দিকে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম ফজলুর রহমানের উপস্থিতিতে সহকারি অধ্যাপক মো. ইয়াসিনের নেতৃত্বে কতিপয় শিক্ষক ও বহিরাগত লোক তার কক্ষে প্রবেশ করেন। এসময় তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএমএ জলিলকে পদত্যাগ করার জন্য অকথ্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। ফলে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে অব্যহতিপত্রে স্বাক্ষর দিতে বাধ্য হন।

তারা চলে যাওয়ার পরে তিনি তাৎক্ষনিক বিষয়টি মাদরাসার সভাপতি ও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ্ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলামকে মুঠোফোনে অবহিত করেন। পরে বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিষয়টি লিখিত আকারে অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদরাসার সভাপতিকে অবহিত করা হয়।

মুঠোফোনে কল রিসিভ না করায় এ বিষয়ে মাদরাসার সহকারি অধ্যাপক মো. ইয়াসিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যপারে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএমএ জলিল বলেন, প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছেন।

এ প্রসঙ্গে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিংবডির সভাপতি মো.ওবায়দুল্লাহ্ বলেন, তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ