বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোরআন পোড়ানোর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
কোরআন পোড়ানোর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোরআন পোড়ানোর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

দক্ষিণের সংবাদ ডেক্স::: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকটি আবাসিক হলে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শুরু হয় লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাওয়ার্দীর কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর একাউন্টিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরুল আমিন ইসলামিক সংগীত পরিবেশন করেন।

মানববন্ধনের সঞ্চালনা করেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। এতে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বক্তাদের মধ্যে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান মাহমুদ, রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল হোসেন ও রফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের মোশাররফ হোসেন, বাংলা বিভাগের আশিক আহমেদ, লোক প্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, দর্শন বিভাগের ইখতেয়ার সায়েম এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শাহরিয়ার আহমেদ।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মাদার বখশ হল, শাহ মাখদুম হল, শেরে বাংলা হল, শহীদ হবিবুর রহমান হল এবং মতিহার হলে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। এছাড়াও জিয়াউর রহমান হলের দেয়ালে বিজেপির লোগো আঁকা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ