বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে আসামি ধরতে গিয়ে ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ পুলিশের মৃত্যু
বরিশালে আসামি ধরতে গিয়ে ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ পুলিশের মৃত্যু
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে আসামি ধরতে গিয়ে ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ পুলিশের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

দখিনের সংবাদ ডেক্স ::: বরিশালে দশ দিন আগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ এক এসআইয়ের হাসপাতালে মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয় বলে বরিশাল মহানগরের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন।

মৃত এসআই মো. মেহেদি হাসান বরগুনা সদর থানার চর কলোনি গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে।

তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।

এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, গত ৬ জানুয়ারি গভীর রাতে একটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরার জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে তাতে পড়ে যান এসআই মেহেদি হাসান। পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে উপরে তুলে আনে। কিন্তু তার শরীরে ৪০ শতাংশ পুড়ে যায়।

তিনি বলেন, “এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।”

বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআই মো. মেহেদি হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ