|
পটুয়াখালীতে প্রকল্প পরিচালকের গাড়িবহর আটকে দিল বিক্ষোভকারীরা
পটুয়াখালীতে প্রকল্প পরিচালকের গাড়িবহর আটকে দিল বিক্ষোভকারীরা
|
|
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার প্লান্ট প্রকল্প পরিদর্শনে আসা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না ও প্রকল্প পরিচালক কামরুজ্জামানের গাড়িবহর আটকে দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে আন্দোলনকারীরা প্রকল্প পরিচালকের কুশপুত্তলিকায় আগুন দেয়। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের সফরসঙ্গী ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারের প্রকল্প পরিচালক, ডিজেল পাওয়ার প্লান্টের পরিচালক, এমএম বিল্ডার্সের চেয়ারম্যানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভুক্তভোগী চার শতাধিক পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য আল-মামুন, সাবেক ইউপি সদস্য ফিরোজ তালুকদার, আনসার উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান আলমগীর প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রকল্পের ৮০ ভাগ কাজ সম্পন্ন হলেও চার শতাধিক পরিবারের বসতঘরের মূল্য এখনও পরিশোধ করা হয়নি। নানা অজুহাতে সময়ক্ষেপণসহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। দ্রুত ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রকল্প এলাকায় কোনো কাজ চলমান থাকতে পারবে না। |