বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আ’লীগ সরকার বাংলাদেশকে লু.টেপু.টে খেয়েছে, আবু নাসের মোঃ রহমাতুল্লাহ
আ’লীগ সরকার বাংলাদেশকে লু.টেপু.টে খেয়েছে, আবু নাসের মোঃ রহমাতুল্লাহ
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আ’লীগ সরকার বাংলাদেশকে লু.টেপু.টে খেয়েছে, আবু নাসের মোঃ রহমাতুল্লাহ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: গত ১৫ বছরে কৃষিক্ষেত্র ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ বলে জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আবু নাসের মোঃ রহমাতুল্লাহ। তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্য।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজার চর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কৃষক সমাবেশে এ কথা বলেন তিনি।
এসময় আবু নাসের বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। কৃষি ও কৃষকদের গলা চেপে ধরেছিল। সার, বীজসহ সব সামগ্রীর দাম বৃদ্ধি করে কৃষি উৎপাদন ব্যহত করে। বেশি দামে সামগ্রী ক্রয়ে ভারত নির্ভর করতে বাধ্য করে। কৃষির উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
তিনি আরও বলে, সন্ত্রাসী আওয়ামী লীগ দেশকে দুর্নীতি আর লুটপাটের রাজ্যে পরিণত করে। দেশজুড়ে চালিয়েছে খুন, চাদাবাজিসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ড। খুনী হাসিনা পালিয়েছে। দেশ মুক্ত হয়েছে স্বৈরাচারদের থেকে। মানুষ স্বস্তি পেয়েছে। তবে খুনীরা পালালেও তাদের দোসরসা রয়েছে দেশের অভ্যন্তরে। তারা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই ক্ষতিসাধণের পায়তারা চালাবে।
আবু নাসের বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছেন জিয়াউর রহমান। তিনি আরও বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সফলা, শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দূর্ভিক্ষের কবলে নিপতিত হয়। ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানী শুরু করে। এছাড়া বিশেষ কৃষি ঋণ কর্মসূচী, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচীসহ কৃষি ও কৃষকদের উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান।
নাসের আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে কৃষকদের উন্নয়নের পরিকল্পনা লিপিবদ্ধ রয়েছে। এর মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে সেই হারানো বিপ্লব ফিরে আসবে।
জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৩ মাসব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ের কর্মসুচীর অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।চরমোনাই ইউনিয়নের কৃষকদলের আহবায়ক মো: রুবেল তালুকদারের সভাপতিত্বে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের আহবায়ক এইচ এম মহসীন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ কৃষকদলের সদস্য সচিব শফিউল আলম শফরুল, সদর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও চরমোনাই ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাড়ী, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্না, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, চরমোনাই ইউনিয়ন বিএনপি’র মহিলাদলের সভাপতি হনুফা বেগম ও সহ-সভাপতি তহমিনা বেগম প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ