|
বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতির কমিটি বিলু.প্ত
বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতির কমিটি বিলু.প্ত
|
|
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষনা।
রুপাতলি মিনিবাস মালিক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। গত ১৬ জানুয়ারি বাস মালিকদের কেন্দ্রীয় সংগঠন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম সাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সুত্র জানায় , গত ০৪অক্টোবর বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতির কার্য্যকরী কমিটির একটি তালিকা অনুমোদনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে জমা দেন বর্তমান সভাপতি দাবীদার নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার । কিন্তু উক্ত কমিটির তালিকায় ৬(ছয়) জন অমালিককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করায় আপনাদের সমিতির কার্য্যকরী কমিটি বাতিল করার জন্য ২৩ (তেইশ) জন সাধারন মালিকের স্বাক্ষরকৃত একটি লিখিত অভিযোগ গত ২৯/১০/২০২৪ইং তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বরাবরে দাখিল করা হয়।এ বিষয়ে জিয়া উদ্দিন সিকদার কে টেলিফোন ও মৌখিকভাবে অবগত করা হয়।কিন্তু তিনি এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহন করেন নাই। অতঃপর গত ০৮/৮/২০২৪ইং তারিখে অনুষ্ঠিত বর্ধিত সভায় আপনাদের সমিতির ২১ (একুশ) সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় এবং গঠিত কমিটিতে সমিতির গঠনতন্ত্রের ৬(ক) ধারা অমান্য করে গাড়ীর মালিকানা ব্লু-বুকে নাম না থাকা, এফিডেভিট না থাকা, এমনকি ডোনেশন না দেয়া ব্যাক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে লিখিত অভিযোগ পরিপেক্ষিতে
এমতাবস্থায়, বিভিন্ন সময়ে প্রাপ্ত সাধারন মালিকদের অভিযোগ এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পত্রের নির্দেশিকা অমান্য করে চলার অভিযোগ প্রমানিত হওয়ায় বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। |