|
বরগুনায় অ’’গ্নি’’কা’’ণ্ডে ১৬টি দোকান পুড়ে ছা’’ই, কোটি টাকার ক্ষতি
বরগুনায় অ’’গ্নি’’কা’’ণ্ডে ১৬টি দোকান পুড়ে ছা’’ই, কোটি টাকার ক্ষতি
|
|
বরগুনা প্রতিনিধি ::: বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আমতলী উপজেলার খেকুয়ানি বাজারে এ ঘটনা ঘটে। ভস্মীভূত দোকানগুলোর মধ্যে ফার্মেসি, মুদি, সেলুন, চা এবং স্টেশনারি ও কম্পিউটারের দোকান ছিল। স্থানীয়রা জানান, রাত ২ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে দুই দিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৬টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামীম জানান, রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়ি। এরপর রাত দুইটার দিকে স্থানীয়দের ডাক চিৎকারে আমার ঘুম ভাঙে। তখন দেখি পাশের দোকানে আগুন জ্বলছে দাউ দাউ করে। পরে আমরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। ততক্ষণে ১৬ টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নূর আলম বলেন, আমার মুদি মনোহরীর দোকান ছিল। আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে পথে বসে গেছি। এ বিষয়ে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার পরেই আমরা ঘটনাস্থলে যাই। খেকুয়ানী বাজারের ঝুঁকিপূর্ণ সেতুর জন্য আমাদের সমস্যায় পড়তে হয়। এখানে ১৬টি দোকান ভষ্মিভূত হয়েছে। আর ৭ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। |