বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
এবার গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৫, ১:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এবার গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
সংবাদটি শেয়ার করুন....

ববি প্রতিনিধি ::: গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এর ফলে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় স্বতন্ত্রভাবে আয়োজন করবে এই বিশ্ববিদ্যালয়।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত শুরু করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে। এই সিদ্ধান্তের ফলে গুচ্ছ ভর্তি পরীক্ষার বাইরে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রশ্নপত্র, পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ