|
প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন,
প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন,
|
|
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের নতুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে স্কুলের সামনে শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ করছে। এ সময় শিক্ষার্থীরা বলেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষা গুরু জনাব মোঃ তোফাজ্জাল হোসেন স্যার-এর উপর অমানবিক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রধান শিক্ষক স্যারকে স্বসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে না আনা পর্যন্ত অবিরাম মানববন্ধন ও ক্লাস বর্জন চলবে। শিক্ষার্থীরা আরো বলেন আমরা আমাদের স্কুলে কোন রাজনীতি চাই না কমিটি নিয়ে এলাকার কিছু দুষ্কৃতিকারীরা আমাদের স্কুলে ভাঙচুর ও প্রধান শিক্ষকের উপর হামলা করেছে। সেই হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। মানববন্ধনে অভিভাবকরা বলেন আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে এবং আমাদের সন্তানদের স্কুলে আসতে নিষেধ করছে আমরা এখন আতঙ্কে আছি। |