বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রদল নেতা রুহুলের নামে ‘ধর্ষণ’ মামলা
ছাত্রদল নেতা রুহুলের নামে ‘ধর্ষণ’ মামলা
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা রুহুলের নামে ‘ধর্ষণ’ মামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রুহুল আমিনের (৩৪) নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে। বাকেরগঞ্জ থানায় ৩১ বছর বয়সী ওই নারী (২২ জানুয়ারি) রাত ১১ টা ২৫ মিনিটে এ মামলা করেছেন বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।

অভিযুক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রুহুল আমিন হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে। বাদী তারই প্রতিবেশী এক নারী।

বাদী এজাহারে উল্লেখ করেন, অভিযুক্ত ছাত্রদল নেতা রুহুল প্রতিবেশী হওয়ার কারণে শ্রাবন্তীর (ছদ্মনাম) সাথে সখ্যতা গড়তে চলাফেরার সুবাদে তার ব্যক্তিগত মোবাইল নাম্বার সংগ্রহ করেন।

কথা বলার এক পর্যায়ে একপর্যায়ে বাদীকে প্রেমের প্রস্তাব দিলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মাঝে ২০২৩ সালে বাদী বরিশাল ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং কোর্স করাকালীন তিনি ও রুহুল আমিন বরিশাল কোতয়ালী থানাধীন ভাড়া বাসায় নিয়মিত স্বামী স্ত্রীর রূপে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এমনকি বরিশাল এবং কুয়াকাটার বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতো রুহুল।

তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় বাদী রুহুলের পরিবারকে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাতে তারা তালবাহানা শুরু করে। সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় রুহুল বাদীকে বিবাহ করার প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১১ জুন থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত শারীরিকভাবে ভোগ করে ধর্ষণ করেছে।

বাদী অভিযোগ করেন, গত ১৪ জানুয়ারি রাতে রুহুল বাকেরগঞ্জ পৌর শহরে বাদীর মায়ের ভাড়া বাসায় রাত্রিযাপন করতে গেলে তিনি আবারও তাকে বিয়ে ও কাবিন করার কথা বললে রুহুল সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বসেন। এমনকি বিয়ে ও কাবিন করার কথা বললে বাদীকে দেখে নেয়ার হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় রুহুল।

মামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আসামি পৌর ছাত্রদল আহ্বায়ক রুহুল আমিন জানান, অভিযোগের বিষয় সঠিক না। আমাকে হেয় করতে এমন ঘটনা সাজানো হয়েছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, বিবাহের প্রলোভন দেখিয়ে শ্রাবন্তী (ছদ্মনাম) নামের এক নারীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অব্যাহত চেষ্টা চলছে বলেও তিনি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ