|
পটুয়াখালীতে অটোরিকশাচালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
পটুয়াখালীতে অটোরিকশাচালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
|
|
পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে মো. সুজন হাওলাদার (৩০) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নারায়ণপাশা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের মোঃ নবী আলী হাওলাদারের ছেলে নিহত সুজন হাওলাদার। তিনি শ্রমীক লীগের রাজনীতির সাথে জড়ীত ছিলো বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল সোয়া ৫টার দিকে সুজন যাত্রী নিয়ে আমিরাবাদ বাজারে যাওয়ার পথে রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনইমূল ইসলাম মিরাজ (৩৫) নেতৃত্বে তার ছোট ভাই মোরসালিন (২৫) ও রাসেল (৩০) সহ ৮ থেকে ১০ জন ছাত্রদল কর্মী সমর্থক তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও ছুড়িকাঘাত করে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে পথিমধ্যেই মৃত্যু হয়েছে বলে ঘোষনা করেন। নিহতের বাবা নবী আলী হাওলাদার অভিযোগ করেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মিরাজের (৩০) নেতৃত্বে হত্যাকাণ্ড হয়। তবে হত্যাকাণ্ড সম্পর্কে এর বেশি বলতে পারেন নি তিনি। এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, তার শরীরের চার অংশে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের আইনের আওতায় নিতে মাঠে কাজ শুরু করেছে। |